প্রিয়তমা সিনেমা যেভাবে চলছে তাতে করে একজন নতুন শাকিবকে পেয়েছে দর্শকেরা। শাকিবকে নিয়ে নতুন নতুন চাহিদা তৈরি হয়েছে। শাকিব আর এখন বাংলাদেশেই সীমাবদ্ধ নয়।
তাই শাকিবকে নিয়ে আমরা নতুনভাবেই এগোবো
আগামী ২৫ জুলাই বদিউল আলম খোকনের নতুন সিনেমার ক্যামেরা খোলার কথা ছিল। আর এই ছবির মূল আকর্ষণ ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তবে নির্ধারিত তারিখে শুটিং হচ্ছে। তাহলে কি বদিউল আলম খোকনের নতুন সিনেমা হবে না?
শাকিব খান সিনেমাটি করছেন না নায়কের একাধিক সূত্র বিষয়টি জানালেও নির্মাতা বদিউল আলম খোকন এমন দাবিকে নাকচ করে দিলেন।
বুধবার দুপুরে কালের কণ্ঠকে বললেন, ‘শাকিব আমেরিকায় ব্যস্ত আছে, ২৫ তারিখে শুটিং ছিল। হয়তো সেটা হচ্ছে না। কেননা শাকিব এখন পরিবার নিয়ে ব্যস্ত আছে। এইটুকু তো আমরা বুঝি।
বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের গর্ব। তাঁকে নিয়ে সিনেমা বানাতে গেলে সেভাবেই বানাতে হবে। আমার মাথায় সে বিষয়টি রয়েছে। আর সময়ের সঙ্গে সব পরিবর্তন করতে হয়।
শাকিবকে নিয়ে সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। শাকিব ঢাকায় এলে নতুন করে শিডিউল তৈরি করে আমরা শুটিংয়ে যাব।’
প্রিয়তমা সিনেমার প্রসঙ্গ টেনে বদিউল আলম খোকন বলেন, ‘প্রিয়তমা সিনেমা যেভাবে চলছে তাতে করে একজন নতুন শাকিবকে পেয়েছে দর্শকরা। শাকিবকে নিয়ে নতুন নতুন চাহিদা তৈরি হয়েছে। শাকিব আর এখন বাংলাদেশেই সীমাবদ্ধ নয়।
তাই শাকিবকে নিয়ে আমরা নতুনভাবেই এগোব।’
বদিউল আলম খোকনের একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। সর্বশেষ করেছেন আগুন।