২৮০ বার পড়া হয়েছে
শরৎ এলো
দিল আফরোজ রিমা
শরৎ এলো পরীর দেশের
সাদা ভেলায় ভেসে
শরৎ এলো শিউলি ঝড়া
মিঠে হাওয়ার দেশে।
উদাস দুপুর সুনীল আকাশ
দোলে কাশফুল।
কলমি ডগায় ভরে উঠে
ঝিলের দুটি কূল।
মিষ্টি ভোরে শিউলি তুলে
গাঁথে ফুলের মালা।
শিশিরকণা ভিজিয়ে দেয়
সবুজ সজনে ডালা।
১ Comment
Nice