শরমে সরমা সই মরিলা
মাসুদা বিউটি
জলদ গরজে নাচে ময়ূরী,সে তো রয়েছে দিব্যি
কেমনে কাটিবো আমি, সই শরমের ফাঁসি?
অরূপ নয়ন দেখেছি কোথায়, সে যে কোন দেশি
মৃত্তিকাণির্মিত কলেবরে আমি,দেখাই
কেমনে সরাফতি! তার ই সরাব পিয়ে যে
গড়ি অবিচল নিত্যের সমাধি,
ঘাটে চল সই, দেখাবো তোরে-
পিন্দিয়া আসি লাল শাড়িখানি।
মরি মরি আমি,কি যে বলিস তুই,আহামরি
লাজে রোজ রোজ যাস্ কলসি লইয়া ঘাটে?
যাবো না কেন রে সই,দেখিসনি তারে তুই-
ললাটে তার রাজসিক তিলক,
হাসিটা মৃদুমন্দ; বিদ্ধ হয়েছে সিদ্ধ এ মনে
আমি যে শরাহত।আসিল এ কোন্ বিভাবরী!
জাগিবো অনন্ত দেখিয়া তারে,
সম্রাটসম মনোহর সে যে অবিকল শরৎ শশী।
চল্ চল্ সই বেলা বয়ে যায়
তটিনী যে আছে অপেক্ষায়, দাঁড়া তবে তুই
কুম্ কুম্ রঙে আঁকি, দু’হাতে নয়ন ঢাকি।
শরমের বালাই থাকে না রে সই,
শ্বসমান আমার সে যে দিবানিশি।
আঁচলে জড়ায় উতলা পবণ
পাইনা পথের দিশা; বিনোদিনী আমি,
থাকিবো তাহার আজন্ম তহূরা।দেখ দেখ সই-
পিছন ফিরিয়া তাকাইলো না একবার,
বিলম্ব আমার যতো হইল কাল
নায়ে উঠাইলো পাল,
শোন তবে বলি,জনম আমার যায় যদি বৃথা
সাক্ষী রইলি তুই,শাঁখচুন্নী হয়ে জড়াবো তারে
পরজনমে দেখা হলে।
২ Comments
আপা দারুণ লিখেছেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
অনবদ্য এ লেখনী তোমার
পড়িয়া মুগ্ধ হই,
শরমে সরমা আমার মরিলা যে সই।