শব্দহীন আর্তনাদ
(মেশকাতুন নাহার)
১১/০৭/২০২০
আমি তো হারিয়ে যেতে চাই – তাদেরই মাঝে
পথেই যাদের জন্ম হয় – পথে নামে কাজে
রোদ বৃষ্টিতে রাস্তার মোড়ে -ভোর থেকে সাঁঝে।
আবর্জনায় খাবার খুঁজে -জঠরের ভাঁজে।
ছন্নছাড়া জীবন তাদের -পথই ঠিকানা
স্বপ্ন কিভাবে দেখতে হবে -আদৌ নেই জানা
সমাজ সভ্যতা শিক্ষা দীক্ষা -পায় নাহি তাঁরা
নির্মম পরিহাসে জীবন -হয় দিশাহারা।
আমি তো হারিয়ে যেতে চাই -তাদেরই পাশে
অবহেলা অনাদরে শেষে – বৃদ্ধাশ্রমে আসে
সারা জীবন যাঁরা নিঃস্বার্থে -খাটে পরিবারে
শেষকালে সন্তানের চোটে -কাঁদে বারেবারে।
শত কষ্ট ক্লেশে যাদেরকে -রাখে পেটে বুকে
বিবেকহীন সন্তান দেয় -দূরে ঠেলে দুখে
বিশাল বাড়ি তবু মেলেনা -বাবা মা’র ঠাঁই
অসুখ হলেও চিকিৎসার – ব্যবস্থা যে নাই।
আমার মনটা দুখে কাঁদে -তাদেরই তরে
উৎপীড়নের শিকার হয়ে -দগ্ধে পুড়ে জ্বরে
নিষ্পাপ মুখটা অন্ধকারে -আড়ালে ঢাকে
স্বপ্ন দেখিয়ে আলোর পথে -নিতে চাই তাঁকে।
কত স্বপ্ন কত আশা ছিল -কিশোরীর মনে
হিংস্রতা বাহুবলে অস্তিত্ব -মৃত্যু সন্ধিক্ষণে
পাশবিক আত্মার নৃশংস -নাঙ্গা কুলাঙ্গার
কলুষিত করে সমাজটা -করে কদাকার।
আমার নয়নে অশ্রু ঝরে -তাদেরই জন্য
আর্তনাদে ভগ্নচিত্ত খুব -লাগে যে নগণ্য
ক্ষত হয়ে অন্তর প্রদেশ -করে হাহাকার,
এসো প্রজন্ম আবার করি-সমাজসংস্কার।