যে কারণে
শফি আলম (গোপালগঞ্জ)
আমরা ইচ্ছে করেই জীবনটাকে জটিল করি,
সরলতা ত্যাগ করে দুর্বোধ্যতা আঁকড়ে ধরি ।
ইচ্ছে ক’রে মুখোশ প’রে নিজের মুখটা ঢাকি,
ইচ্ছে করেই মনের কথা গোপন করে থাকি ।
ইচ্ছে করেই অন্যদেরকে বাঁকা চোখে দেখি,
ইচ্ছে করেই আধেক কথা বলি , পড়ি , লেখি ।
আমরা রূপকথাতে মুগ্ধ , হই শিশুদের মতো ,
আমরা ভুলে যাই আমাদের বয়স ঠিক কত ।
পরের মঙ্গল দেখে আমরা, কাতর হয়ে পড়ি,
পরের সম্পদ লুটে আবার রাজপ্রাসাদ গড়ি ।
আলোকিত মানুষ হতে নেই না কোনো শিক্ষা,
অপবিদ্যার চর্চা করি , শিখি লুট আর ভিক্ষা ।
আমরা মন্দের পাল্লা ভারি করি কুকর্ম দিয়ে,
অপরদিকে গলা ফাটাই ধর্ম জলসায় গিয়ে ।
ভালোর আশা করি কেউ চাই না ভালো হতে,
যে কারণে ভালোর দেখা হয় না জনস্রোতে ।