১১৯ বার পড়া হয়েছে
অকরুণ খেলা
— শফি আলম
মানুষের লাগিয়া কাঁদেনা মানুষ
অর্থের লাগি কাঁদে ,
অর্থের লাগিয়া মরিতে ও রাজি
জড়াইয়া অপরাধে ।
সাধুর মুখোশ পরিয়া মানুষ
মানুষেরে দেয় ধোকা ,
ফাঁকির ফাঁদে ফেলিয়া ভাই
ভাইকে বানায় বোকা ।
পশুর লাগিয়া বরাদ্দ খাবার
মানুষে খাইয়া ফেলে ,
জীবন বাঁচাইতে অসহায় পশুরা
কাগজ পোষ্টার গেলে ।
আদিকাল হইতে সকল প্রাণী
একই কায়দায় চলে ,
সৃষ্টির মহান মানুষেরই শুধু
মন মজিয়াছে ছলে ।
হায়রে শ্রেষ্ঠ মানুষ জাতির
এ কি অকরুণ খেলা,
চলিছে খেলিয়া বিশ্ব জুড়িয়া
ডোবে না খেলার বেলা।
তারিখ – ১৪-১০-২০২১ ,
গোপালগঞ্জ , বাংলাদেশ ।