১৭৭ বার পড়া হয়েছে
শকুন কাকের মা
(মকবুল প্রধান)
গাঁও গ্রামেও শকুন ঢুকে
তা’দিয়ে যায় রোজ ,
কোথাও খায় টাকা পয়সা
কোথাও ভূরিভোজ ।
ছোট্ট কাকে খবর পাড়ে
শকুন আসে ছুটে ,
এদিক ওদিক তা’দিয়ে বেশ
দাঙ্গা তোলে ফুটে ।
ডিমের বদল খবর পাড়ে
শকুন দেবেই তা ,
দাঙ্গা ভালো ফুটায় বলে
শকুন কাকের মা ।
পর ঝামেলার দেয় কামলা
দাঙ্গাই করে চাষ ,
গাঁয়ে মানে না মোড়ল সাজে
করে সর্বনাশ ।
২ Comments
Congratulations
অনেক ভালো লেগেছে কবিতা টি।