‘সাম্প্রতিক কবিতা বিষয়ে আড্ডা, বিমল গুহের ‘এ কোন মাতাল নৃত্য’ কাব্যগ্রন্থের উপর আলোচনা ও পাঠ:
আজ ৭ই অক্টোবর ২০২২ শুক্রবার বিকেল ৫টায় পাঠক সমাবেশ কেন্দ্র, কাঁটাবনে অনুষ্ঠিত হয়ে গেল ‘লেখক সম্প্রীতি সাহিত্য-আড্ডা’। আড্ডায় আজকের আলোচ্যসূচিতে ছিলো সমকালীন সাহিত্যের নানা প্রসঙ্গ; এবং কবি বিমল গুহের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘এ কোন মাতাল নৃত্য’-এর উপর আলোচনা :
আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দা হক, কবি বিমল গুহ, কবি জাহিদুল হক, কবি ফারুক মাহবুব, কবি কামাল চৌধুরী, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি কাজী রফিক, কবি গোলাম কিবরিয়া পিনু, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি ও কলামিস্ট আবুল খায়ের, শিশুসাহিত্যিক ফারহা ফাওজিয়া অতসী, বাচিক শিল্পী আশরাফুল আলম, বাচিক শিল্পী শাহাদাৎ হোসেন নিপু, কবি দিলারা হাফিজ, কবি শেলীসেন গুপ্তা, কবি মৌ মধুবন্তী, প্রকাশক ও লেখক খান মাহবুব, কবি মাসুদুজ্জামান, কবি বদরুল হায়দার প্রমুখ ।
প্রকাশক-লেখক ও লেখক সম্প্রীতির সাধারণ সম্পাদক খান মাহবুব, অনুষ্ঠানের সভাপতি কবি ফারুক মাহমুদকে মঞ্চে আহবান করে অনুষ্ঠানের সূচনা করেন। সব শেষে লেখক সম্প্রীতির সভাপতি কবি বিমল গুহ এবং অনুষ্ঠানের সভাপতি কবি ফারুক মাহমুদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সঞ্চালনায় খান মাহবুব।