লেখক, কবি, কলামিস্ট আবুল খায়ের এর
জন্মদিনের শুভেচ্ছা।
তসলিমা হাসান
প্রতিদিন যদি তোমার জন্মদিন হতো!
তোমার বেঁচে থাকার শুভক্ষণের কথা শুনতাম ।
তুমি নব দিগন্তের পথিক হয়ে
দূরন্ত উদ্দীপনা সৃষ্টি করতে,
সত্যের পথে আত্মত্যাগী হয়ে
শ্রেষ্ঠ মানবতাকে জয় করবে তুমি
সুদীর্ঘ আগমনে মুখরিত হবে
তোমার জন্মদিন আজ।
আজকের মতো প্রতিদিন যদি
তোমার জন্মদিন হতো
তোমার পথচলা মসৃন যাত্রায় দিতে পাড়ি
বিধাতার সমস্ত বিশেষণ, সমস্ত উপমায়
তুমি সত্যিই সুন্দর
মায়াবী কবিতার মতো মসৃন ।
আজ নব দিগন্তে ছুটে যাও তুমি
পৃথিবী হয়েছে খুশীতে বৃষ্টি স্নাত
আজ শুধুই তোমার জন্ম দিনে ।
ওই যে দূরে নীল আকাশ রংধনুর সাত রঙ
সূর্য নেমেছে সমুদ্রের বিশাল জলধারায়
সেখানে ঢেউয়ের সাথে দোল খায়
কবিতার মতো মায়াজালে রচনা হয় নতুন দিগন্তের ।
অনবদ্য তারাভরা আকাশ
নব ভুবনের আলোকিত জীবনে পদার্পণ করলে তুমি।
উদিত সূর্যের মতো আবেদনময়ী হয়ে উঠবে তুমি,
দূরে সবুজ প্রকৃতি, ভর দুপুরে ক্লান্ত ছায়া হোক
তোমার জীবনের পূর্নতা !
তোমার জন্মদিন হোক রোদেলা দুপুর,
ধূসর নীলের গোধূলি, অনুভূতি, শুদ্ধতা, আনন্দ।
শুভ হোক তোমার জন্মদিন ।
কানাডা
টরন্টো
৩০ /১২/২০২৩