লিফট
ফারজানা করিম
নিরুপায় হয়ে অবশেষে লিফটে।
একটা লিফট হয়ে উঠতে পারে
চুম্বনের একমাত্র স্বর্গীয় স্থান
কে জানতো?
কে জানতো ওই চারটে চুমু
আমার দু’চোখ, ঠোঁট এবং কপাল-কে চিরজীবনের জন্য
তৃষিত করে দেবে?
কে জানতো?
লিফট ফুঁড়ে আকাশের সাথে
দেখা হয়ে যেত যদি কাল
আমি ঠিক মেঘের গায়ে একটা বাড়ি বাঁধতাম।
________________________
কবি পরিচিতি:
জন্ম:
কবি ফারজানা করিম ১৩ জুলাই ১৯৭৪ সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। শৈশব, কৈশোর বেড়ে ওঠা একই শহরে।
পড়াশুনা: ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। ফ্লিম এন্ড মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর।
পেশা: সিনিয়র আঙ্কোর হিসেবে একাত্তর টিভি-তে দায়িত্ব পালন।
প্রকাশিত গ্রন্থ:
পাখিপৃথিবী -কাব্যগ্রন্হ
রূদ্মীলার চিঠি-উপন্যাস
ভালোবাসার আড়ালে -কাব্যগ্রন্হ
জলকণা-অণুকাব্য
শেষ বিকেলের আলো-কাব্যগ্রন্হ
নির্বাচিত কবিতা -কাব্যগ্রন্হ
না বলা কথা-কার্ড কবিতা
আমি এক জাদুকর-ছোটদের কাব্যগ্রন্হ
মী-ছোট গল্পগ্রন্থ
শূন্যতা-ছোট গল্পগ্রন্থ
দূরে কোথাও-ছোট গল্পগ্রন্থ
অতঃপর বৃষ্টি-কাব্যগ্রন্হ
চার দেয়ালের কাব্য-কাব্যগ্রন্হ
মেঘের দেশে মেঘবতী-ছোট গল্পগ্রন্থ
জলে ভাসা পদ্য-কাব্যগ্রন্হ