১৬৮ বার পড়া হয়েছে
লিখবো এবার ছড়া
রোকসানা সিদ্দিক
ছন্দ তুলে দ্বন্দ্ব ভুলে
লিখবো এবার ছড়া,
বক্ষ জুড়ে দক্ষ ফুঁড়ে
শিখবো ছড়া গড়া।
হয় না ছড়া গয়না গড়া
ঘর্মে ভেজে মাথা
যাত্রা ভুলে মাত্রা খুলে
শরমে লিখি যা-তা।
বিত্তবানে চিত্ত টানে
কর্মে আগায় কবি
গুপ্ত মনে সুপ্ত ক্ষণে
মর্মে জাগায় ছবি।
১ Comment
বাহ্ সুন্দর ছড়া।পড়লাম মন দিয়ে।সুন্দর হয়েছে।চলুক।