সম্পর্ক
লায়লা বিলকিস
তোমার সাথে আমার ছিল মধুর সম্পর্ক!
যেমন করে বনের সাথে পাখির সম্পর্ক।
জীবন ছিলো ফুলের মতো উদার, উদ্বৃত্ত,
হৃদয় ছিলো সুখ সাগরে দু’জনারই তৃপ্ত।
দিন গুলো মোর যাচ্ছিল বেশ ভালো,
হঠাৎ করে নেমে এলো নিকষ কালো।
ফিঁকফিঁকয়ে চাঁদের আলোয় গেলে উড়ে,
একলা ঘরে রইলাম আমি অন্ধকারে পড়ে।
কত ছবি কত স্মৃতি আজ দুচোখেতে ভাসে,
তুমি আমি সুখে-দুঃখে ছিলাম পাশাপাশি।
এখন তুমি সদ্য ফুলের নিচ্ছ মধুর ঘ্রাণ,
অবুঝ হৃদয় জুড়ে আমার শুধুই অভিমান!
যখন তোমার হৃদয়খানা রোমাঞ্চনে রাঙ্গে,
তখন আমার হৃদপিণ্ড ধুপধুপিয়ে ভাঙ্গে।
তোমার প্রতি রইলো বুক ভরা ভালোবাসা!
পরজন্মে পাশে পাবো এইটুকু মোর আশা।
(রচনাকালঃ৩০-০৮-২০২১)
সোমবার
৩ Comments
চমৎকার প্রেমের কবিতা। ভালো লাগলো
very good job, very good response, Congratulations.
অসাধারণ