লাইনচ্যুত রেলগাড়ি
সোহরাব হোসেন
ক্যা বারে ওই যে বহু উচু
কেমন কালো কালো দেখা যাচ্ছে,
ওটা কি পাহাড়? না কি কালছে
বর্ণে আকাশের গায়ে দাগ
বুঝাও তো আমায়।
গাঁয়ের আঁকাবাকা মেঠো পথে
তালগাছের উপর দিয়ে–
মাঝে মধ্যেই সাদা বক উড়ছে
না কি পথিক হেঁটে চলছে?
বুঝাও তো আমায়।
কি আর বুঝাইমু চাচা আমিই
তো হতভম্ব হয়ে যাচ্ছি? আচ্ছা,-
এতক্ষণ হলে ওরকম উল্টা পাল্টা
বকতেছ কেন?
বয়স হয়নি বারে,
তাই বুঝতেছ না—
কোনটা আসার সময় আর
কোনটা ছেড়ে যাওয়ার।
পুবাকাশে মেঘের ভাঁজে ভাঁজে
ফুটেছে কেমন ফুল! ক্যা বারে,
ওগুলো কি আসলে ফুল,
না কি আমার চোখের শক্তি হারিয়ে
দেখছি হঠাৎ ভুল।
মাঝ রাতে ঘুমের ঘোরে স্বপ্নে
কে ডাকছে ক্ষনেই চুপিচুপি,
মেঘপরী, না কি বুড়ো বয়সে
দিল্ অন্তরে অহেতুক
লাইনচ্যুত রেলগাড়ি।