১৫৯ বার পড়া হয়েছে
রোদনও ভরা এ বসন্ত আমার
দিলারা হাফিজ
কখনো পলাশ আর কখনো শিমুল
গ্রীবা উঁচু করে হাঁটে এইবেলা,গাছ থেকে গাছে
গাদাফুল নেহাইয়েত পত্রবাহক,ফাগুন হাওয়ায়
অবিশ্বাস্য রূপময় প্রেমে তার নৈঃশব্দ জাগে
ঝুমকো লতায় বাজে তবু তানপুরা,
কোকিলেরা কাছে ডাকে সুরাময় সুরে…
ওহ্—বসন্ত আমার!
১লা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ