ঝড়ের তাণ্ডব
সখী, চল যাই
খুঁজে আনি তারে।
দুনয়নের জলে,
যে ভাসালো মোরে।
খেলার ছলে হারিয়ে গিয়েছে
আমার প্রিয়জন,
নদীর এই কূলেতে ছিলাম আমি
ওই কূলেতে সে।
কত কথা বলতাম দুজন
মনের হরষে।
চাইতাম না শাড়ি, চুড়ি
চাইতাম না ঘর,
তবু কেনো ছেড়ে গেলে বন্ধু
আমায় করে পর?
চল না সখী দুজন মিলে
নদীর পাড়ে যাই,
বালু দিয়ে ঘর বানিয়ে
থাকবো অপেক্ষায়।
যদি কভু আসে
কাল বৈশাখী ঝড়,
ঝড়ের সাথে মিতালি করবো
বন্ধুরে পাবার আশায়।
ঝড়ের তান্ডবে, পানির আঘাতে,
যদি ভাঙ্গে ঘর,
সেই সাথে ভাসিয়ে দিবো
স্বপ্ন আমার সব।
কষ্টগুলো পুঁজি করে
রেখে দিবো হৃদয়ে,
এই জীবনটা কাটিয়ে দিবো
তোমার স্মৃতি নিয়ে।
একাকী
হৃদয়ের আঙ্গিনায়
যদি ফোটে ভালোবাসার ফুল,
সেই ফুলের হয় না মরণ।
মালির অবহেলায়
যদি ফুল শুকিয়ে যায়,
তবুও তাহার স্মৃতি রয়ে যায়। কল্কের দাগ যদি ও
না পড়ে শরীরে,
মনের আঘাত কভু যায় না মুছে।
বারে বারে ফিরে যেতে ইচ্ছা করে, তোমার বুকে।
তবুও হয় না ফেরা
অবহেলার ভয়ে।
ভালোবাসা মানে তো বড্ড অভিমান,
ভালোবাসা মানে কষ্টের বাগান।
কি দিয়ে ভুলবো হৃদয়ের জ্বালা,
জানো না তুমি
কত করেছো অবহেলা।
ভ্রমর হয়ে ঘুরেছো বনে বনে,
হরেক রং এর ফুলে তুমি বসেছো মনের হরশে।
বুঝার থাকে বাকি প্রেমের বাতি করে নিভু নিভু,
মন কাঁদে সারাক্ষণ।
কি ভুলে হলে ফুল
হৃদয় হয় ব্যাকুল। পারি না সইতে এই জ্বালা বইতে,
কি ছিলো ভুল?
ছেড়ে গেলে কুল।
দিয়েছিলে আশা
বেঁধে ছিলাম বাসা
তবু কেন কাঁদিয়ে চলে গেলে একাকি করে।
২৮/৭/২২ইং