বরেণ্য কবি, লেখক ও প্রাবন্ধিক রেজাউল করিম মুকুলের জন্মদিনে শিশুদের হাতে তুলে দিলেন বই। ছিল আরো নানান আয়োজন।
শতরঞ্জি লিটিলম্যাগ আয়োজিত লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল এর জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো কোমলমতি শিশুদের বই, শিক্ষা উপকরণ এবং মানুষের মতো মানুষ হবার শপথ পাঠ।
০৪ অগাস্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুরের দেওডোবায় শিক্ষার্থি বান্ধব মানবতার স্কুল ‘বেগম রোকেয়া বিদ্যা নিকেতনে’র কোমলমতি শিশুদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতরঞ্জি লিটিলম্যাগ সম্পাদক ও প্রকাশক সাকিল মাসুদের সার্বিক ব্যবস্থাপনায় শিশুদের হাতে বই, শিক্ষা উপকরণ উপহার বিতরণ ও শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেজাউল করিম মুকুল, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কবি এএসএম হাবিবুর রহমান ও শিক্ষকগণ। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিদ্যা নিকেতনে’র অধ্যক্ষ বেলাল আহমেদ।
এসময় উপস্থিত কবি-লেখকগণ তাদের গল্পকথায় শিশুদের কাছে ১৫ আগস্টের শোকগাঁথা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।
কবির জন্যে নিরন্তর শুভকামনা।
১ Comment
congratulations