কবি রেজাউদ্দিন স্টালিন-এর ‘একদিন সব ঠিক হয়ে যাবে’ বই এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন রচিত নতুন বই ‘একদিন সব ঠিক হয়ে যাবে’।
এ উপলক্ষে গত ০১ মার্চ ২০২৪ বিকেল ৫ টায় এটিএন বাংলার প্রধান কার্যালয়ে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ, একুশে পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব, এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ ও বইটির লেখক কবি রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজুর রহমান বলেন, বই কিনে আলমিরাতে রাখলেই চলবে না, বইকে পড়তে হবে।
এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভালো লেখক পেতে হলে লেখকদের সম্মানী বাড়াতে হবে, আবার প্রকাশকদের প্রণোদনার বিষয়টিও দেখতে হবে।
উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দেশের বরেণ্য আবৃত্তি শিল্পীরা। এতে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক আবুল খায়ের, প্রকাশক মোস্তাফিজুর রহমান রেমন্ড সহ আরো অনেকে।