১৭২ বার পড়া হয়েছে
রূপকথা নয়
পুষ্পিতা চট্টোপাধ্যায়
এইখানে হাঁটা করি শুরু
এইখানে মিহি পথ আকাশে মিশেছে।
এইখানে ধানজমি মেঠোক্ষেত
ধুলোমেখে সবুজে মিশেছে।
এইখানে দুপুর গড়ায়।
এইখানে সূর্যের পরকীয়া
সর্ষের ক্ষেত আর অঘ্রাণের ধানে শুধু নয়
ভালোবাসা ছুঁয়ে যায়
আদিগন্ত বিস্তৃত এই জমি
আর এ মাঠের দেশে।
কবেকার গ্রামীণ সে বৃদ্ধ রেলেরপথ তাকেই শুধাও
এ সব সত্যি কি
রূপকথা নয়?
এ গ্রামের মাটি ছুঁয়ে নদী চলে গেছে
নদীটির বুক জুড়ে ব্যথা ব্যথা ঢেউ
ভাগীরথী বুকের ভিতর জমা আছে
অতীতের সব গৌরব।
বাবারাই সাঁতার শেখায়
আর মায়েরা সাহস!
এই সব স্মৃতি রূপকথা
মনে হয় তবু মিথ্যা নয়।
যাও নদীকে শুধাও।