সমুদ্র ও জীবন
রুপা খানম
আকাশের দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্রে অদৃশ্যতায়,
নুয়ে সেথায় মন প্রাণ ছুটে যায় নিজের অপূর্নতায়
সমুদ্রের বুক ভরা জলরাশি কখনো কখনো চঞ্চল
গতিতে ছুটে চলে অবিনিশি,
কখনানো বা আবার শান্তরূপ ধারণ করে।
সমুদ্র তার অপরূপ সৌন্দর্য গাহন করে রুপের
প্রাচুর্যে বয়ে নিয়ে ও তার বিশালতায় সে বড় একা।
কেহ জানে না কোন দেশে তার বাস ?
যদিও এ জগত সুন্দর্য পিপাসু, ছুটে চলে সমুদ্রের সেই আকর্ষণে।
জীবন যুদ্ধে অপার্থিব সূর্যাস্ত মেলে ধরে নতুন ভোরের সূর্যদয়টা শুধু কহে ডাকিয়া,
হে মোর জীবন সুন্দর হেথায় প্রশান্তি এবং প্রস্ত,
ঢেউয়ের পরে ঢেউ সুখ-দু:খ ভয়াবহতা,
সমুদ্রজলের সাথে আছে তার ভাব বিনিময়ের সখ্যতা।
দীগন্তে পারি দিয়ে উঁচু নিচু ঢেউ উল্লাস তবুও
বিশালতা ঝাপিয়ে অহংকার ঠেলে কিনারায় হয় দ্বারস্থ।
ঢেউয়ের এক অদ্ভুত সুন্দর তরঙ্গ,
বিস্তীর্ণ বালুচর, তীরে আছড়ে পরে একের পর এক নিরহংকার রাশি রাশি সই সব ঢেউ।
কত বিশাল সমুদ্র ঢেউয়ের পরে ঢেউ ।
ঢেউ স্পর্শ করেচলে যায় দূর বহুদূর অজানায়।
একাই তার বুকে বয়ে নিয়ে যায় কত শত কষ্ট।
গর্জে উঠে আবার হয়ে যায় শান্ত ধীর স্নিগ্ধ কলমিলতা। এ যেন শ্রষ্ঠার এক অপরুপ সৃষ্টি!
সমুদ্র কখনোই পাহারের মত আত্ন পরিচয়ে নয় মগ্ন।
ছোট ছোট টিলা যেভাবে শির উঁচু করে নিজের
মহাত্মপ্রচারে ঐক্যবদ্ধ।
সমু্দ্র করে না হিসাব কত টুকু পেলাম কতটুকু দিলাম
হিসাব মিলাতে নয় দেওয়াতে তার আনন্দ।
ঐ সীমাহীন দিগন্তে হারিয়ে যাওয়া সমুদ্র মিশে যায় পরন্ত বেলায় সূর্যের রক্তিম আভায়।
সমুদ্রের বুকে রাতের অন্ধকারে আকাশে তারার মেলা,
সমুদ্রকে সাজিয়ে তোলে চিক চিক রুপালী আলোয় মুক্তার মত।
তারঅপূর্ব নক্ষত্র বিলাস, দেখে মনে হয় প্রবালের বুকেশীতল প্রবাহ ঢেউগুলি করছে স্নিগ্ধ উল্লাস।
তবুও সমুদ্র নির্ভীক!
মানুষের আছে অহমিকা, লোভ লালসা সুন্দের্যের অভিলাস।
প্রকৃতির কাছে মানুষ অতি নগণ্য। প্রকৃতিহয় শান্ত-স্নিগ্ধ-নিরুপম।
ত্যাগ বিশালতা ধৈর্য শিখেছি সমুদ্রের কাছে কতটুকু তার প্রয়োজন কত টুকু তার নয়।
সমস্ত মন খারাপ উজার করে দেওয়া যায় এই
বিশাল সমুদ্রের কাছে এসে।
দু’বাহু ছড়িয়ে বলা যায়
আমার সকল একাকিত্ব উপেক্ষা করে তোমার বন্ধু হতে চাই ।
যেরুপভাবে সমুদ্রের গভীরতায় কত শত অজানা এখনও মানুষের রয়ে গেছে।
কখনও শুনেছো কান পেতে সমুদ্রের সে কান্না!
সমুদ্র জমিয়ে রাখে ভীষণ গভীরে একবুক ব্যথা তীব্রতা তার নোনা জলে।
বিলিয়ে দেওয়ার গভীরতায় খুঁজে নেয় বেঁচে থাকা আর বাচিঁয়ে রাখা অন্যকে।
নতুন ভোরের সূর্যদয় আরদিনের শেষের সূর্যঅস্ত
অপেক্ষা করে একটি চিক চিক নোনা জলের উপর
নতুন দিগন্তের…
নিউইয়র্ক, আমেরিকা
২ Comments
very good job; congratulations.
অনন্য অসাধারণ। প্রিয় লেখক লিখে যাও অবিরাম।