১৫৫ বার পড়া হয়েছে
নিশ্চুপ আরাধনা
রুনা আক্তার স্বপ্না
অন্তরের বোবা ভাষা
ইতস্তত ভালোবাসা;
প্রাণের সাধনায়
নিশ্চুপ আরাধনা।
গোধুলির আলো-আঁধারী
ছায়া ফেলে চোখে;
পৃথিবীর দেয়ালে
অস্পষ্ট অক্ষর দেখে।
তিক্ত অভিমানে
নেমে আসে রাত;
শোকাবহ মলয়
আর্ত পক্ষাঘাত।
অতৃপ্ত আশার যতো
নীলাভ ইচ্ছে;
নীরব যন্ত্রণা
নক্ষত্রের আয়ু মুছে।
হৃদয়ে না-বলা কথার
ক্লান্তিকর আয়োজন;
ডেকে দেয় গুপ্ত ব্যথা
রবির কিরণ।
শাশ্বত সূর্যের তীব্রতা
জানায় কানে কানে;
আরো একটি রাত
চলে গেলো নির্জনে।
১ Comment
congratulations; you in the list of Top Ten.