১৪৮ বার পড়া হয়েছে
স্বপ্নভেলা
-রিয়াজ খান (কাতার)
আমি ঝড় হাওয়ায় দুমড়ে পড়া
শ্রান্ত কোলাহল।
তোমার মাঝে নতুন করে
বেঁচে থাকার ছল।
আমি ভালোবেসে কষ্ট কিনি
দুঃখ রাশি রাশি,
আমার হৃদয় ছিঁড়ে অশ্রু ঝরে
তবু আমি হাসি।
আমি গ্রীষ্ম তাপে রোদে পোড়া
ক্লান্ত বিকেল বেলা,
আমি সাগর সম দুঃখ নিয়েও
ভাসাই স্বপ্নভেলা।
১ Comment
সুন্দর উপস্থাপন ।