রিমন সরকার-এর কবিতাগুচ্ছ
বাবা
বাবা তুমি নেই! চলে গেছো
মায়ার বাঁধন ছিন্ন করে
একা ফেলে।
বুক ভরা খুন শান্তিতে আগুন
তোমার খোঁজে শূন্য বুক।
চাওয়া-পাওয়া আবদার
সবকিছুই থমকে গেছে
বাবা কৃষক বাবা তাঁতি
সাহসে বেড়ে যায় মোর ছাতি।
আত্মসম্মান সদা নিটোলতা
তুমি মোর জীবনে
পরম শিক্ষক শিক্ষা দাতা।
বৈশাখের ঘনকালো মেঘ
ঘিরেছে এই জীবন।
বাদলা হাওয়া
বর্ষাকালের বাদলা হাওয়ায়
চেয়ে আছি গগন প্রাণে।
ঝুম ঝুম বৃষ্টি পরে
ডুব দিয়েছে খালে বিলে।
নদী নালা থই থই
হংস খেলা করে চই চই।
নতুন ধানের চালে
ভূনা খিচুড়ি রান্না ঘরে!
ইলিশ ভাজা গন্ধে মৌ মৌ করে
কৃষক করে হালচাষ
বুনিতে শস্য দানা
গগন প্রাণে মেঘের আব
কৃষকের হৃদয়ে গেঁথেছ স্বপ্ন।
প্রিয়তম
ওগো প্রিয়তম আমি তোমারই প্রিয় হতে চাই
তোমারই প্রেমে আমি সর্বাঙ্গ দিতে চাই!
তোমারই সাথে কাটাতে চাই সবকটি মুহূর্ত।
প্রতিটি নিঃশ্বাসে তোমাকে প্রিয় হিসেবে চাই
প্রিয়তম করবে কি পূরণ কর হে বাসনা আমার।
অবিরাম ভালোবাসায় তোমারই সিক্ত হতে চাই
প্রিয়তম তুমি কি রবে মোর পাশে!
শেষ নিঃশ্বাস ত্যাগের সেই পূর্ব মুহূর্তে?
প্রিয়তম তোমাকে ছাড়া এ জীবন ছন্নছাড়া
তোমাকে ছাড়া এলোমেলো নিরব নিস্তব্ধতা
তুমি হীনা এ জীবন বিষাদময়।
প্রনয় বাঁশি
তোমার প্রনয় বাঁশি দিবা নিশি বাজে
অন্তরে অন্তর মাঝে।
প্রেমাগীতি সভায় এসো তব শোভায়
নিত্য নতুন সাজে।
তুমি বীনা হৃদ নৃত্যের করুন বেদনা,
বিলম্ব যে সহেনা।
চিত্ত বীণার তারে এসো প্রিয়
ভালবাসার টানে।
সোনালী রথে এই মোর আরাধনা ।
তোমার প্রতি মোর ছবি আকা সাধনা
শুনিতে প্রিয়ার সুরেলা কন্ঠে বাণী
আকাশ বীণার সাথে মিতালি
তোমার দেহের সুধা মিশে আছে
কুসুম কলির ঘ্রাণে।
একাকীত্ব জীবনে প্রানের ব্যাকুলতায়
এসো মনের কুঞ্জবনে।
১ Comment
congratulations.