১৫০ বার পড়া হয়েছে
রাষ্ট্র খবর রাখে কি
মোঃ মাইদুল ইসলাম
ডিজেল পেট্রোল কেরোসিন
দাম বাড়ছে দিন দিন,
জনতার পকেটে টাকা আছে কি?
রাষ্ট্র খবর রাখে কি?
খাবারের পয়সা নাই
জীবনটা অতিষ্ঠ ভাই,
নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশছোঁয়া
নামতে হবে মাঠে অধিকার আদায়ে।
আগুন জ্বলবে কবে
মিছিল মিটিং কবে হবে?
সুখের ফাগুন বুঝি শেষ!
প্রজাপতি ডানাতে আগুনের রেশ।
ঘরে থাকা চুপ থাকা
কোন স্বার্থের বিসর্জন?
হয় পড়ি চুরি, নয় নিজের বুকে গুলি করি
এ বেঁচে থাকার আর নাই দরকার।
শাহাদাতের পথে আয় দলে দলে
অপেক্ষায় আছে নতুন আলো,
পথ নাই আর বেশি দূর
সুযোগ আসে না বার বার।
২ Comments
Congratulations
বেশ ভালো লাগলো পাঠে