১৪১ বার পড়া হয়েছে
খুকির বায়না
রাশিদা আক্তার
খুকি যাবে নানু বাড়ি
ধরেছে সে বায়না,
কিনে দিতে হবে তারে
লাল জামা আয়না।
লাল জামার সাথে সাথে
লাল জুতো চাই,
লাল ফিতা লাল টিপ
তাও যেন পাই।
এসব কিনে না দিলে
নানু বাড়ি যাবে না,
বাবার সাথে আড়ি তার
ভাত সে আজ খাবে না।
৩ Comments
ধন্যবাদ সপক গ্রুপকে।আমার লেখাটি প্রকাশ করার জন্য।
you are so welcome.
Good job.