৩১২ বার পড়া হয়েছে
নারী
রাশিদা আক্তার।
নারী তুমি মহীয়সী তুমি কল্যাণময়ী
তুমি বিধাতার সেরা দান,
প্রেরণা দিয়েছ সাহস দিয়েছ
সহিয়াছ তুমি শত অপমান।
নারী তুমি জন্মদাত্রী তুমি সর্বংসহা
তুমি জগৎমাতা সবার,
কষ্ট সয়েছে লাঞ্চনা সয়েছে
ধর্ম দিয়েছে তোমায় পূর্ণ অধিকার।
নারী তুমি ভগ্নি তুমি কন্যা
তুমি ত্যাগী বড় মহীয়ান,
তোমার প্রেরণায় ছিনিয়ে এনেছে
জগতের বড় বড় জয় অভিযান।
নারী তুমি অর্ধাঙ্গিনী তুমি কর্ম নিপুণা
সাজিয়েছ গৃহ সংসার,
আদরে সোহাগে ভরিয়ে দিয়েছ
তুমি পৃথিবীর অহংকার।