১৯৪ বার পড়া হয়েছে
আমাদের গ্রাম
—-রাশিদা আক্তার।
০১/০৮/২০১৯
আমাদের গ্রাম দেখি ছবির মতন
সকালে দোয়েল পাখি শিষ দিয়ে যায়,
তাই দেখে রবি মামা আড় চোখে চায়,
নানা ফুল ফোটে পেয়ে রবির কিরণ।
গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে নদী
মাঝি ভাই পাল ছেড়ে গেয়ে যায় গান,
সে গানের সুরে ভরে আমাদের প্রাণ,
কুলু কুলু ধ্বনি তার বহে নিরবধি
হিন্দু মুসলমান মোরা সবে ভাই ভাই
একসাথে থাকি মোরা সবে মিলে মিশে,
সারাক্ষণ কাটে যেন শুধু খেলে হেসে,
বিভেদ ভুলে একসাথে পাঠশালে যাই।
পাবো নাকো কোথা খুঁজে মন কাড়া রূপ,
সুুজলা সুফলা যেন সাজে অপরুপ।