২১৬ বার পড়া হয়েছে
রাত
নাসরিন সুলতানা
থমকে আছে চার দেয়াল
যেনো কত বছর কেউ নেই।
পুরোনো স্মৃতির কাছে স্তব্ধ মায়াময়;
বিরতির ভদ্রতা কেমন যেন নিষ্ঠুর আচরণ করে।
কিছু রঙ খসে পড়েছে মাটিতে
শতাব্দীর কালো ছায়া চলে যাচ্ছে দূর কোথাও।
রাতভোর নানান খেলা, শব্দ, সহিংসতা
এখানে শুধু একটা শব্দ মিসিং।
কিছু হারালে কখনো খুঁজে পায়নি তা
আজ তাই কিছুই খুঁজছি না।
নিজের ছায়ায় আটকে আছি নিজেই
এমনি করে অন্ধকারের কাছে শিখে নিব
গাঢ় কালো হবার ক্ষমতা।
কালোর ভিতর যে আলো আছে ওটাই আমার সম্বল।
আমি তাকে মুগ্ধ চোখে দেখি।
সে আমাকে নাইবা দেখুক।
শুধু কিছু জোনাকি আমার সঙ্গী হয়।
আমার চোখ দুটো জোনাক কিনা তাই!
রচনা দিন:২০.০৮.২০২২
১ Comment
অসাধারণ।