তোমার জন্য
রাজিনা চৌধুরী।
কবিতার প্রতিটি লাইন তোমার জন্য আনি বর্ণমরমরে।
তুমি রয়েছো ঘিরে আমার প্রতিটি নিঃশ্বাসে।
শুধু তোমার জন্য আমার হৃদয়ে প্রতিটি স্পন্দন।
সুখ দুঃখ নিয়ে এই পৃথীবিতে বর্তমান আমি।
বেঁচে থাকার আনন্দ শুধু যে
তুমি আমার।
সব মহা সমুদ্র পাড়ি দিতে পারি অনায়াসে তোমার জন্য।
তোমার প্রতিচ্ছবি দেখতে পাই চাঁদের জ্যোৎস্নায় স্পষ্ট।
আকাশ ভরা তারা সারা রাত জেগে থেকে তোমার জন্য,
ফুলে ফুলে শোভা পায় কিশলয় যার অঙ্কুরোদগমনের পর।
আমি তোমার জন্য তপস্যা করতে পারি এক জনম।
করতে পারি অপেক্ষা সাত জনম।
বাঁচতে পারবো না কিন্তু তোমাকে হারিয়ে।
আমি স্বপ্নে বিভোর হই তোমাকে পাশে পেতে,
তোমার জন্য ঘনবারি বর্ষণে ঝরে আমার ভিতরের জমানো কষ্ট আর অশ্রু বিন্দুগুলো।
শুধু তোমার জন্য আমার এই বেঁচে থাকা। শুধু তোমার জন্য।
লেখক: আমেরিকা প্রবাসী কবি