৩৩৯ বার পড়া হয়েছে
রাজবেনে
খায়রুল ইসলাম মামুন
এখানে রাজনীতি, সেখানে রাজনীতি
রাজনীতি আজ রন্ধ্রে রন্ধ্রে,
বুঝে রাজনীতি, না বুঝেও রাজনীতি
চলছে এক জটিল ছন্দে।
যে ছেলেটা গীটার হাতে
রোজই যেতো শিল্পকলায়,
সে ছেলেটাই অস্ত্র হাতে
ক্যাম্পাসে আজ খলখলায়।
কোদাল-কাস্তে যাদের হাতে
ছিলো একদিন গ্রাম-বাংলায়,
তারাও এখন ইচ্ছেমতো
রাজনীতির রং বদলায়।
কে, কি করেন? পুরোনো প্রশ্ন-
নতুন প্রশ্ন- কে, কোন দল?
বাহিরে আছেন দু ‘তিন ভাগে
দলের ভিতর চরম কোন্দল।
নায়ক, গায়ক আর খেলুড়েরা
করছেন সবাই ‘মোর অর লেস’,
অন্য পেশায় ঝুঁকি বেশি,
রাজনীতি আজ ‘কমন বিজনেস’ ।