রাজনীতি ও জনদূর্ভোগ
মোঃ মুজিবর রহমান বকুল
রাজনীতি ও জনদুর্ভোগ হাঁটছে পাশাপাশি
চারিদিকে বিষন্নতা হারিয়ে গেছে হাসি।
রাজনীতি বলতেই এখন বুঝায় দুর্ভোগ
রাজনীতি এখন টাকা কামানোর বিশেষ রোগ।
গুটিকয়েক নেতা দ্রুত বনে যায় বিত্তশালী
অন্যদিকে অধিকাংশের পকেট থাকে খালি।
এভাবে জনজীবনে তৈরি হয় অচলাবস্থা
এসমাজে কারো উপর কারো নেই কোন আস্থা।
জনজীবনে দুর্ভোগ বেড়ে চলছে দিনে দিনে
রাজনীতি ভীতি ছড়াচ্ছে এখন সবার মনে।
নিরীহজনে রাজনীতি থেকে থাকছে বহুদূরে
দুর্বৃত্তায়ন ছড়িয়ে পড়ছে প্রতিটি ঘরে।
রাজনীতি দিনে দিনে হয়ে পড়ছে যে কলুষিত
সমাজ হচ্ছে যে বাধাগ্রস্ত হতে বিকশিত।
গণতন্ত্রের চর্চা হচ্ছে যে বাধাগ্ৰস্ত।
এ সমাজ আর জাতি হচ্ছে শুধু ক্ষতিগ্রস্ত।
রাজনীতি থেকে আজ এখনি দুর্ভোগ তাড়াও
রাজনীতিতে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে দাও।
রাজনীতির অঙ্গনেতে ফিরিয়ে দাও স্বস্তি
রাজনীতিতে রোধ করো নষ্টের মোজ মাস্তি।