কানাডা প্রবাসী কবি জান্নাতুল নাইম ও ভারতের কবি জাসমিনা খাতুন এর রাঙামাটির রাজবাড়ি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে অনুষ্ঠিত:
গত সন্ধ্যায় বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে কানাডা প্রবাসী কবি জান্নাতুল নাইম ও ভারতের কবি জাসমিনা খাতুন এর রাঙামাটির রাজবাড়ি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন-বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কবি সুরমা খন্দকার, কবি ও ভ্রমণ কাহিনি লেখক মুকুল রায়, কবি মাহী ফারহানা, কবি ও প্রকাশক আবুল খায়ের সহ আরো অনেকে।
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন বাংলা ভাষা দেশের গণ্ডি পেরিয়ে আজ বিদেশেও সম্মানের সাথে স্থান করে নিয়েছে, আর সেটা আরো বেশি বেশি চর্চা হওয়া জরুরি।
বইটির ব্যাপক পাঠকপ্রিয়তা আশা করেন উপস্থিত সবাই। বইটি প্রকাশ করেছে: প্রতিবিম্ব প্রকাশ।
বইটি বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরি সহ ভারত, কানাডা ও উত্তর আমেরিকার দেশেও পাওয়া যাবে।
বই মেলায় স্টল ২৬৬,
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
প্রতিবিম্ব প্রকাশ। উত্তরা, ঢাকা। বাংলাদেশ।