হাস্যবটিকা উচ্চারণ।
মেহবুবা হক রুমা।
পার্লারে বসে আছি। হঠাৎ পার্লারের উপরের ছাদে এতো ভারী কিছু পড়ার শব্দ হলো চার পাশের ওয়াল সহ নীচের ফ্লোর কেঁপে উঠলো।
আমি রীতিমত চমকে উঠে পার্লারের মেয়েটাকে জিজ্ঞেস করলাম।
কি সমস্যা কিসের শব্দ?
মেয়েটা নতুন কথা স্পস্ট না। আজ ওকে নতুন দেখছি।
মেয়েটা বললো উপরে একটা জীন আছে। এজন্য এরকম শব্দ হয়।
আমি অবাক হলাম, বললাম তুমি সিউর উপরে একটা জীন আছে।
ইতিমধ্যে আবার শব্দ হলো।
মেয়েটা বললো ভারী ওয়েট উঠায় নীচে ফেলে তখন জীনের এমন শব্দ হয়।
আমি বললাম,” তুমি জীনটা দেখেছো”?
হ্যাঁ দেখেছি, আপনিও যাওয়ার সময় দেখে যান।
চাইলে ভর্তি হতে পারেন।
তখন আমার সন্দেহ হল। পার্লারের ম্যানেজার মেয়াটাকে ডাকলাম। ওর নাম সোমা।
সোমা উপরে কিসের শব্দ হচ্ছে?
সোমা বললো আপু এ মাসে উপরে একটা জিম হয়েছে।
কেন আপু?
কেন আবার আমি তো এতক্ষন জীনের সাথে তোমাদের আত্মবিশ্বাস নিয়ে বসবাস দেখে আতঙ্কিত।
এই মেয়ে তো জীনের কথা বললো,
ওর উচ্চারণের সমস্যা আছে আপু, ভয়ের কিছু নাই।
এরমধ্যে আবার জীনের শব্দ আমি কেঁপে উঠলাম।
সরি জীমের শব্দ।
মেহবুবা হক রুমা
(কবি ও লেখক)
২৮/১১/২১
১ Comment
very good job; Congratulations.