১৫৯ বার পড়া হয়েছে
রবিবারের প্রত্যুষে
।।সায়কা মাহমুদ।
তুমি কি দাড়ায়ে? এখোনো দাড়ায়ে?
নায়াগ্রার ওপারে নাকি এপারে—–
খরস্রোতে ভেসে যায় চোখ
দেখিতে পাইনা তোমারে।
তুমি কি আছো?এখনো কি আছো?
নিশব্দের আলিঙ্গনে?
শীতল জমাট আঁধারে বাঁধে
প্রবালের কঠিন শৃংখল।
উড়িয়ে ছিলে কি ঘুড়ি? সেই ঘুড়িটা?
নীল আকাশের চাদরে—–
যার বুকে আমি প্রজাপতি রং
ছড়িয়ে ছিলাম আষাঢ়ে
ধুয়ে মুছে গেছে সব
খুলেছে শৃংখল
সরব আলিঙ্গনে
এখন ও কি আমায়
মনে পড়ে তোমার
রোদ বৃষ্টি ঝড়ে?
সায়কা মাহমুদ। প্যারিশ।
১ Comment
বিস্মৃত স্মৃতির হৃদায়াবেগ প্রতিফলন ” রবিবারের প্রতেুষে ” কবিতা টি বেশ ভালো লাগল।