২৫১ বার পড়া হয়েছে
রত্নছায়া
কণা মির্জা
এই শহরের অলিতে গলিতে
নিয়ন বাতির তলে
যখন আপনার রত্নছায়া
দীপ্তি হয়ে ভাসে।
আপনার ছায়া সঙ্গী হয়
সকল অভিসারে,
আপনার পুরাতন আপনার অসুখ
আপনার ছায়া দীপ্তে আমার সুখ।
প্রেমে পড়া বারণ
হাত ধরা বারণ
আপনার ছায়া স্পর্শে
আপ্লুত হয় দেহ মন।
কতটা কাছে দুজন মুখোমুখি
আপনার ছায়াতে কতো চুম্বন আঁকি,
জীবনের সত্য সম্পর্ক অজ্ঞাত চিত্রে
অস্পষ্ট নিরব স্বরে শুধু ভালোবাসি।
১ Comment
Congratulations