রঙিন অপেক্ষা
পাপিয়া
তোমার কাছে জমা ছিল
আমা কিছুটা সুখ,
খানিকটা সময়,
অনেকটা আবেগ
আর কিছু অনুভূতি।
আজ সেসব স্মৃতি
অভিমানগুলো অস্তাচলের স্তুপে
পুরোনো এলবামে নস্ট হওয়া ছবিগুলো আবছায়া।
তবুও তো একটা বিশাল আকাশ দিয়েছো
এই আমাকে
নাইবা সাথী হলে
তারপরও আমি সময়ের ডানায় উড়তে শিখেছি।
তোমাকে ভেবে আনমনে অশ্রুর বর্ষনে ভিজেছি।
সাগর সম কষ্ট গুলো পাহাড়ে পুষে রাখতে পেরেছি।
ঝরনার মত কলকল করে যন্ত্রণাগলা দুঃখ নিয়ে
চলছি আপন গন্তব্যে
নাইবা হলে সুসময়ের বন্ধু
দুঃসময়ে দেওয়া কথাগুলির মর্মটা বুঝতে পারি।
একা থাকার দোলনা আজ একাই দোলে
পিছিয়ে পরা সুখের ছবি আপন কোলে
বাঁচব বলে বেঁচে আছি
শেষ দেখাটা দেখবো বলে পথের পানে চেয়ে আছি,
পাখির কলরব, শিউলির ঘ্রান আর
মিষ্টি ভোরের বাতাস
বহতা নদীর নাব্যতায় আমি থাকবো
দেখা হবে কোন বসন্তে
ফুলে ছায়া প্রকৃতি,
রামধনু সবকটি রং তোমায় ঘিরে থাকবে
আমার অপেক্ষার কালটিও সাজবে রঙিন মোড়কে।
১ Comment
good poetry; congratulations