১৮৫ বার পড়া হয়েছে
রঙ
শিরিন আফরোজ
বাহিরপানে চোখ পরতেই মনের অজান্তে চোখ পড়ে তোমাতে,
কতশত বছর ধরে তুমি ঠাঁই দাঁড়িয়ে আছো ছাঁউনি হয়ে এই ধরণির !
অগণিত চোখ তোমাতে চোখ রেখে স্বপ্ন বুনে যায়….
ভালোলাগা,
মন্দলাগার নালিশ রাখে তোমাতে জমা!
তোমার রঙ নীল সত্য সেটা,
মাঝেমাঝে বাহারী সাজে তোমার বুকে রঙেরা ছুটে দিকবিদিক,
তোমার রঙের খেলার সাথে জীবনের মিল!
কখনো আলো আবার কখনো আঁধার তুমি,
কখনো বা এলোমেলো অস্থির জীবনের মতো গরমিল।
১ Comment
দারুন লিখেছেন