রক্তের স্বার্থকতা।
(ইতি মিথিলা)
যে বিজয় এসেছে রক্তের দামে,
দুর্নীতির অপবিত্র কালি
আর পাপাচারের দুর্গন্ধ বালি
তার গায়ে কি সাজে?
যে মানচিত্র ঘেরা ত্যাগের ফ্রেমে,
তার মাঝে ধর্ষকের থাবায় নারী চিৎকার;
দোষীদের বেঁচে যাওয়ার অহংকার,
প্রাণে কেমন বাজে?
যে ভাষা প্রাণের বিনিময়ে,
সে ভাষায় পরনিন্দা, মিথ্যা;
অপরের নামে কুৎসা,
শুনতে কেমন লাগে?
যে পতাকা ভাইয়ের রক্তে রাঙানো,
ত্যাগের মহিমায় মাখা,
তার গায়ে অসৎ আঁচড় পড়লে
বিদ্রোহী মন আবার জাগে!
এত প্রাণের মূল্যে পাওয়া
প্রাণের বাংলাদেশ,
যদি হতো পাপ মুক্ত
দেখতে লাগতো বেশ।
পবিত্র এ মাটির বুক থেকে
সব অন্যায় মুছে যাক,
এত ত্যাগ আর এত রক্ত
স্বার্থকতা পাক।
২ Comments
congratulations.
Beautiful poem