রক্তেভেজা কংক্রিট।
রতন চন্দ্র রায়
দিনের আলোতে ঘুরে যারা
ভদ্রতার মুখোশ পরে
আঁধারে তারাই আবার
হিংস্র পশুর রূপ ধারণ করে।
চিল শকুন এর মত ছিঁড়ে খায়
অসহায় মানুষের মাংস পিণ্ড
ভোরের আলোতে পত্রিকা হাতে নিয়ে
তারাই আবার করে মন্তব্য।
একবিন্দু সুখের জন্য
অসহায় মানুষের জীবন করে ধ্বংস।
ফুটপাতে পড়ে থাকা বিবস্ত্র দেহ
মনে করিয়ে দেয়,
পশুদের মুখ কংক্রিটের শহরে
এই শহরের অলিগলিতে
নাম-না-জানা কত মুকুল ঝরে
প্রতিনিয়ত….
তবুও জীবন চলে
নিরাপদ আশ্রয়ের খোঁজে
রাতের শিশুটার বুক ছিড়ে
রক্তঝরে ফুটপাতে।
মানুষের মতো দেখতে
অমানুষের দল….
ভোরের আলোতে দেখা যায়
ফুটপাতে লেগে থাকা
অসহায় শিশুর রক্তেভেজা কংক্রিট।