২০১ বার পড়া হয়েছে
মাছের দেশ
রওশন আরা ইসলাম
সাগর জলে চিতল মাছ
খালে বিলে কৈ
নদী ভরা ইলিশ মাছ
পুকুর ভরা রুই।
ঋষি-পোয়া- বাটা মাছ
নোনা নদীর জলে
মিঠা পানির খাল বিল
ভরা শিং শোলে।
আরো কতো ছোট বড়
হাজার মাছের দেশ
জালের মতো ছড়িয়ে থাকা
নদীমাতৃক বাংলাদেশ।
____________
রওশন আরা ইসলাম
সহকারী শিক্ষক
সাতগাঁও স.প্রা.বি।
উপজেলা: শ্রীনগর
জেলা: মুন্সীগঞ্জ।