যাতন
(আজিজুন নাহার আঁখি)
চারিদিক ফাঁকা লাগে শুধু একা
মনেতে লাগে যে ভয়,
কিভাবে যে থাকি মন বেঁধে রাখি
ঘুচবে কি সংশয়?
নেই তুমি সাথে প্রাতে কিম্বা রাতে
বিরহে কাঁদে হৃদয়,
বুঝবে কি তবে কি যাতনা হবে
সারাটি জীবনময়।
ভালো নেই আমি জানে অন্তর্যামী
বোঝো না গো তুমি
আমাকে যে ফেলে তুমি চলে গেলে
রয়েছ কোথায় ঘুমি?
শূন্য এ জীবনে তোমার বিহনে
একাকী থাকা যে দায়,
কষ্টের সাগরে ডুবি চিরতরে
করি শুধু হায় হায়।
স্মৃতি নিয়ে বুকে মরি ধুঁকে ধুঁকে
দেখার তো নেই কেউ,
হৃদয়ে দহন করে জ্বালাতন
উথলে ওঠে যে ঢেউ।
প্রতি ক্ষণে ক্ষণে পরে শুধু মনে
দুজনের কতো প্রীতি,
ভুলতে না পারি ঝরে শুধু বারি
কাঁদায় অতীত স্মৃতি।
ফিরে নাহি আসো সুখে তুমি ভাসো
ভালো থেকো সারাক্ষণ,
প্রার্থনায় বসি সাক্ষী রবি শশী
নিজেকে করি অর্পণ।
আমারই জ্বালা গলারই মালা
করেছি তাকে বরণ,
চলে গেছ দূরে মনটাকে পুড়ে
বুঝবে কি সে যাতন?
আজিজুন নাহার আঁখি
মানিকগঞ্জ।
১ Comment
congratulations