যদি কোনোদিন
নীপা আকন্দ।
যদি কোনোদিন
পিছু ডাকে ফেলে আসা দিন,
যদি এই ভেবে মন খারাপ হয়
মুছে গেছে হারানো দিন একেবারেই,
যদি এই ভেবে কষ্ট হয়
অনেকদিন দেখা নেই কথা নেই –
ঘুরে এসো তবে
ফুলার রোডের ধারে মল চত্বর
শাহবাগের মৌলি রেস্টুরেন্ট কিংবা
এলিফ্যান্ট রোডের বেইজিং
টিএসসি’র সড়কদ্বীপ অথবা
মধুর ক্যান্টিনের কোলাহলে
কলাভবনের দৃষ্টিনন্দন ভাষ্কর্য
অপরাজেয় বাংলার আশেপাশে-
ওখানে এখনও ঘাসের বুকে কংক্রিটে
আমাদের অবাধ্য হেঁটে যাওয়ার শব্দ
লিলুয়া বাতাসে সুভাষী হাসির কলকল
এখনও রজনীগন্ধা তারুণ্যের ঘ্রাণ…
এখনও সেই তখনকার মতোই
তীব্র প্রতিবাদমুখর ছাত্র আন্দোলন,
জ্বালাময়ী বক্তৃতা, মিছিল মিটিং
ডাকসু নির্বাচনের দলীয় প্রচারণা
টিয়ারগ্যাস নিক্ষেপ! ধাওয়া-পাল্টা ধাওয়া!-
সাড়েতিনতলার অর্থনীতি বিভাগের ব্যুরো!
অফপিরিয়ডে ওখানেই হাহা হিহি! আড্ডার ঝড়!
ঘুমঘুম নিঃশব্দ দুপুরে
চারতলায় চারশো পাঁচ নম্বর রুমে
ইলিয়াস স্যারের পরিসংখ্যান ক্লাস
আলসে ঘুমের ঘোরে
বুজে আসতো চোখের পাতা,
করিডোরে প্রিয় গানের শিষ!
মুহূর্তে চোখ মন চলে যেত জানালার বাইরে-
পাঁচ বন্ধুর দলীয় কাব্যচর্চা!
চেয়ারম্যান স্যারের নাকের ডগায়
প্রথম বেঞ্চে বসে-
আহা! ছিল একদিন আমাদেরও
ভাবনাহীন এক নির্ভার জীবন!
চারতলার কমনরুমের আলুর চপ, সিঙাড়া
মলচত্বরের ফুচকা, চটপটি আর
পেঁয়াজ-কাঁচামরিচের ঝালে দুই টাকার চানাচুর
মাঝেমধ্যে মাকনা ভাইয়ের রেস্টুরেন্ট
বান্ধবী’তে আলুর চপের বার্গার
মৌলী’তে দলেবলে দুপুরের ভোজ
ব্যস! ওটুকুতেই মহাখুশি!
বাড়তি কোনো ঘোরাঘুরির সুযোগ ছিল না!-
যদি কোনোদিন
পিছু ডাকে ফেলে আসা দিন
যদি ছুঁতে চাও
হারিয়ে যাওয়া বন্ধুর মায়া,
নয় অন্য কোথাও অন্য কোনোখানে
ফুলার রোডের ধারের আলোকিত স্মৃতির পাতায়
ছোঁয়া পাবে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে…
১ Comment
Congratulations