“ম” এর মাধুর্যতা
মোঃ মনিরুজ্জামান।
মা’বুদ, মাওলা, মালিক মহান
মা মহা, মোহাম্মদ মহীয়ান।
মৌলভী, মাওলানা, মুহাদ্দিস, মুজতাহিদ
মোল্লা, মুন্সি, মুফাসসির, মুজাহিদ।
মুয়াজ্জিন, মুয়াল্লিম, মুক্তাদী, মুজাদ্দিদ
মক্তব, মাজার, মাদ্রাসা, মসজিদ।
মসজিদুল মুকাদ্দাস, মেরাজ মিনা
মনে মিশানো মোহাম্মদের মক্কা-মদিনা।
মানুষ, মুরিদ, মানব, কাখলুকাত
মাজীদ, মুসলিম, মাযাহ, মিশকাত।
মুত্তাকী, মুসলিম, মু’মিন, মুসলমান
মরণে মিলবে মানদন্ডের মিযান।
মণি, মানিক্য, মুক্তা, মোহর
‘ম’ মাধুর্য্যে মনোমুগ্ধকর।
মাধবী, মালতি, মল্লিকা, মুকুল
মধুর মিষ্টতা মৌমাছি মশগুল।
মাটি, মরুৎ, মহীরুহ, মেদেনী
মুহাম্মদ মাখলুকের মধ্যমণি।
মিসকিন, মুসল্লি, মুসাফির, মেহমান
মহান মা’বুদের মহিমার মেহেরবান।
মুরাক্কাবা, মুস্তাহাব, মুজেযা, মাযহাব।
মস্ত মিনার, মিম্বর, মিহরাব।
মাসআলা মাসায়েল, মিলাদ, মাহফিল
মনের মাঝেই মহব্বতের মঞ্জিল।
সীকাঈল, মালাকুল মওত, মুনকার
মহান মালিকের মনোনীত মর্যাদার।
মায়্যিদাহ, মারইয়্যাম, ম’মিনূন, মুত্বাফফিফীন
মুহাম্মদ, মুজাদালাহ, মুল্ক, মু’মিন।
মুনতাহিনাহ, মাআরিজ, মুয্যামিল, মাউন
মুদাস্সির, মুরসালাত, মুনাফিকূন।
মহৎ মনে মু’মিন-মুমিনার মোনাজাত
মহিমান্বিত মাসে মিলে মাখলুকের মাগফেরাত।
মোরা”ম”মেখেছি মোদের মনে
মাশাআল্লাহ মা’বুদের মগ্নে মনস্থির
মায়া-মমতা, মিল-মহব্বতে
মেহ্জাবিন, মাইমুনা, মিতু, মনির।
______________
জেলরোড, কাশর
কোতোয়ালী, ময়মনসিংহ।
তারিখঃ ০৪-১১-২০২২ইং।