১৪২ বার পড়া হয়েছে
মৌনতায় ভালোবাসার চারুপাঠ
।। গোলাম কবির ।।
না, আজ আর কোনো কথা হবে না,
দিনটি হোক শুধুই নীরব মুখোমুখি
বসে থাকা পরষ্পরের দিকে তাকিয়ে থাকার।
এভাবেই আজ হোক মৌনতায়
ভালোবাসার কথা বলা চোখের ভাষায়!
দুপুর গড়িয়ে লাজুক সন্ধ্যা নামুক
তোমার চোখে, লজ্জা পাওয়া লাল রঙের
সূর্যটা ডুবে যাক, হেমন্তের কুয়াশা
চাদর বিছিয়ে পথঘাট ঢেকে দিক,
আজ কোনো কথা নয়!
শুধুই চুপচাপ বসে মুখোমুখি তাকিয়ে
কেটে যাক সারাবেলা, বকুলের গন্ধে
মাতাল হাওয়ায় উড়তে থাকুক
তোমার অবাধ্য এলো চুলগুলো।
নীরব থেকেই আজ হয়ে যাক
বলতে চাওয়া অনেক না বলা কথা,
মৌনতায় আজ হোক ভালোবাসার চারুপাঠ।
২ Comments
অপ্রতিম সৃজন গুণীকবি
আমার অসীম কৃতজ্ঞতা ও অপার শুভ কামনা প্রিয় কবি আপু।