১৫৯ বার পড়া হয়েছে
( ১) দ্বাদশ পঙক্তি
আঁধার কেটে আলো এলো
কুল-কায়িনাত জুড়ে
জাহিল যুগের পতন হলো
নূরুন আলার নূরে।
সুস্বাগতম-সুস্বাগতম
নূর হাবিবী নূর
উচ্ছ্বসিত সৃষ্টি জগৎ
উঠছে নাতের সুর।
ঘর সাজিয়ে হৃদয় খুলে
করি প্রার্থনা
মুর্শিদি নাম, রসূলী শান
করুন মার্জনা।
২৮.০৯.২২ খ্রি.
( ২) দ্বাদশ পঙক্তি
পবিত্র জাত জানি তোমায়
কষ্টরা সব তুচ্ছ জ্ঞান
জিসিম আমার যাক চলে যাক
মনের ভেতর তোমার ধ্যান।
তোমায় পেতে ফানা হবো
তায়াক্কুলের চাই মাক্বাম
অধর ছোঁয়ায় অমরত্ব
হই না যেনো আর নাকাম।
পাগড়িঅলার ঘাগড়ি নেশা
গুপ্তভেদে সুপ্ত হাল
একটু যদি পেতাম কাছে
মেখে নিতাম চিবুক-গাল।
২৫.০২.২১ খ্রি.