দুনিয়ার ধান্ধা:
মোহাম্মদ শহিদুল ইসলাম (কবিতার ফেরিওয়ালা মুসাফির)
সারাক্ষণ দুনিয়ার ধান্ধা
ভালো কাজে চক্ষু আন্ধা
ইবাদাতে মন বসে না
মন মজে শয়তানীতে
ভালো হয়ে যেতে বন্ধু
মরার পর যে কঠিন জীবন
সেই জীবনের কথা যদি
তুমি একটু জানিতে . . .
.
সঠিক ধর্ম কর্ম ছাড়ি
সুদ ঘুষের বাড়ি গাড়ি
হালাল খাদ্যে অরুচি হয়
মজা পাও লাল পানিতে
ভালো হয়ে যেতে বন্ধু
মরার পর যে কঠিন জীবন
সেই জীবনের কথা যদি
তুমি একটু জানিতে . . .
.
মুয়াজ্জিনের পাঁচ আজানে
তুলা ভরে রাখো কানে
গান বাজনায় ডুবে থাকো
বিতৃষ্ণা আল্লাহ নবীর বাণীতে
ভালো হয়ে যেতে বন্ধু
মরার পর যে কঠিন জীবন
সেই জীবনের কথা যদি
তুমি একটু জানিতে . . .
.
মঞ্চে জ্বালাময়ী ভাষণ
দখল করো গদি আসন
রাজনীতিবিদ নেতা তুমি
সুখ পাও ধোঁয়া টানিতে
ভালো হয়ে যেতে বন্ধু
মরার পর যে কঠিন জীবন
সেই জীবনের কথা যদি
তুমি একটু জানিতে . . .
.