যাব কোথায়
মোহাম্মদ আবদুল কাইয়ুম
রচনা: ২১.১০.২০২১ খ্রীঃ
জুবুথুবু স্বপ্ন গুলো ঋতুবর্তী বসন্ত দুয়ারে ধুমরে মুচড়ে পড়ে,
নিঃসীম কালো আঁধার নামে পোঁয়াতি রাতের শরীর জুড়ে,
মৃত্তিকার বাড়ন্ত শরীর লেপ্টে থাকে কুমারী বাসনা
আহ্লাদি স্বপ্নরা নদীর তটে নোঙ্গর করে নয় মাসি পেটে
মাধীকুকুরীর স্তন চেটে নেয় হায়েনার ঠোঁটে।
লোভাতুর নয়নে যত খেঁকশিয়াল ধুরুধুরু বুকে যায় হেটে,
ছয় বেয়ারর পালকি চড়ে যুগের সেরা রূপসি চারু মাসি এসে ছিল ভরা যৌবনে এ তল্লাটে,
সেবার গহীন সাগরে মাছ ধরতে গিয়ে অদৃশ্য দৃশ্য পটে
আশারারা নিহত চিরতরে এই বাটে,
কলঙ্কিত দেয়াল চারুমাসির জীবন পাঠে,
কত কাল যে অভুক্ত থেকে থেকে অবশেষে গতর খাটায় জীবনের হাটে,
জটর জ্বালা সইতে না পেরে সামন্ত মেয়েটারে পাঠায় খা গো বাড়ীর ঝি’র কাজে,
মাঝে মাঝে ইশ্বরকে খুঁজে সকাল সাঝে
পালা করে বড় কর্তা ও তার বড় ছানা কামড় বসায় ফুটন্ত গোলাপের ভাঁজে ভাঁজে,
আমি আর যামুনা ঐ নরখাদক খাঁ গো বাড়ির কিনারে
কচি লাউয়ের ডগার মত জানডা তার,আর কুলোয় নারে ওরে মারে,
তয় খামু কি নামতে হবে আমারে নতুন শিকারের তালাসে,
দু’মুঠো ভাতের জন্য কত বার আর কত বার ইজ্জত বেচুম বাতাসে!
দিলডা কয় ডুইব্বা মরি ঔ স্বচ্ছ সাগর জলে পাপ মোচনের অভিলাষে,
অভাগীর পাপে ধরনী যেনো আজ দ্বিধাগ্রস্থ বিচার হবে কত প্রস্থ,
আর কত সইবে প্রাণের দায় চোখের নোনা জল গেছে শুকায়,
বুনোহাঁস কত অবলীলায় জেগে উঠা চরে বালিতে মুখ লুকায়,
হয়তো কিছু একটা খুঁজে বেড়ায় বারে বারে উৎসুক চোখে তাকায়।
নিভে তো গেছে সব আলো কি হবে আর মিছে ভাবনায়,
হৃদয়ের গহ্বরে বসত নিল পাকাপোক্তায় অসীম শূন্যতায়,
কোন তারা জ্বলে না আকাশের গায় আধ খোয়া চাঁদটা ও মেঘের কোলে হারায়,
দুঃখ ভেলায় ভাসে দূর হতে নিয়তি হাসে বুকের ভিতর শুধু মুচড়ায় আর মুচড়ায়,
রাইটার লিখে নিদারুণ ভাগ্য লিপি তার রোজনামচায়।
বলে দাও মাটির পৃথিবী যাব কোথায়?
তুমি কি ও মুখ ঢাক লজ্জায়! অন্ধকারের আড়ালে ঐ মুখোশটায়!
খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
১ Comment
very good job; congratulations.