চাই দর্শন নিদানে
মোহাম্মদ আবদুল কাইয়ুম
রচনাঃ ০৮.১০. ২০২১ খ্রীঃ
আধ খোয়া চাঁদের সাথে নির্জনে সহবাস
এই হেমন্তে হলো নাকি আবার সর্বনাশ,
আশার পাণ্ডুর গাল ছুঁয়ে উজানী বাতাস
পালতোলে হেলেদুলে মনমাঝিরে উপহাস,
তুলতুলে জোছনায় ভিজে লিখ নিয়মের নতুন উপন্যাস,
এ কোন সাজে বিষাদ শর্বরী এ কেমন তার সন্ন্যাস!
বাধ ভাঙ্গা যৌবন তোমার অকালে কে করল বিনাশ,
কূলহারা কলঙ্কী বিচারপতির বিচারে হলো কূলনাশ।
আজও নিরবে ক্ষরণ হয় অঝোরে হৃদয় মন্দিরে
পুজোর অর্ঘ সাজাও বন্দীশিবিরে অলীক সুন্দরে,
স্বরণার্থী তুমি আমি জীবনের ধুলোমাখা পথ প্রান্তরে।
দ্বারাপুত্র পরবাসী, পরিজন উদাসী নেই কেউ পাশে হায়
ঝরা শিউলীরা দিশেহারা জ্বলেনা তারা আকাশের গায়
সুশীলা বুঝি না তোমার মতিগতি
নিষিদ্ধ গন্ধমে কেন এত আকুতি!
বিবাগী আত্মার হাহাকার মহীতে শারদ বিদায়ী প্রাতে,
হামাগুড়ি দেয় নিগুঢ়বাসনা ধরাতে ভ্রুক্ষেপ নেই তাতে!
অর্চণা মহান প্রভুর চরণে সিক্ত নয়নে স্বপ্নের মহারণে!
ইচ্ছের সুপ্ত লাভা নিঃসরণে চাই দর্শন অভাগা নিদানে!
২ Comments
very good job; congratulations.
Many many thanks please keep your prayers.