ইচ্ছে জাগে
মোহসেনা নাসরিন
মাঝে মাঝে মনের মধ্যে ইচ্ছে জাগে
আমি সন্ন্যাসী হবো।
বৈরাগ্যের বেশ ধারণ ক’রে
গেরুয়া বসনে সাজব,
চেনা পথ, চেনা জন, চেনা মন
উপেক্ষা করে, নেব স্বেচ্ছা নির্বাসন।
পরিচিত সব কিছু হবে পর,
পাহাড় অরন্য আর সমুদ্রের তটই
হবে আমার ঘর।
সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি
অবলোকন করে,
সমুদ্রের সুশীতল লোনা জলে
অবগাহন করে,
জুড়াব আমার তপ্তঅন্তর।
মাঝে মাঝে ইচ্ছে করে
আমি পাথর হব,
কঠিনের চেয়ে কঠিনতর
শক্ত পাথর!
একটু আঘাতেই
ক্ষয়ে ক্ষয়ে যাবে না
আমার কোমল হৃদয়।
দুু’চোখ জলে শিক্ত হয়ে
বয়ে বয়ে যাবে না
ঝর্নার জলধারার মত
অবিরল ধারায়।
মাঝে মাঝে আমার মেঘ
হয়ে যেতে ইচ্ছে করে,
সাদা সাদা তুলার মত মেঘ হ’য়ে
মনের খেয়ালে আমি
ভেসে ভেসে বেড়াব
সীমাহীন বিস্তৃত আকাশে,
কখনও আষাঢ়-শ্রাবণের কালো মেঘ হ’য়ে
অঝোরে ঝরাবো বারিধারা।
ঘনঘোর অবিরাম ররিষণের উচ্ছাসে
ভেসে যাবে পুকুর, নালা, নদী সাগর, অরণ্য, বন্দর।
উত্তপ্ত ধুলিময় ধরার বুক হবে শাশ্ত সুশীতল
মুছে যাবে যত কালিমা
শুদ্ধতার পূর্ণতায় ভরে যাবে
আমারই জলের ছোঁয়ায়।
মাঝে মাঝে আমার
পাখি হ’য়ে যেতে ইচ্ছে করে
যে পাখি নেচে-নেচে ঘুরে-ঘুরে
উড়ে বেড়াবে মুক্ত আকাশে,
মুক্ত বাতাসে, মুক্ত আলোয়,
শাখে শাখে,ডালে ডালে
এখানে ওখানে।
আবার একদিন নাচতে নাচতে
উড়তে উড়তে চলে যাবে
দৃষ্টির সীমানা ছাড়িয়ে
শুধু পড়ে থাকবে,
আমার ঝরা পালক
এখানে সেখানে
ছড়িয়ে ছিটিয়ে।
মাঝে মাঝে ভাবি
আমি যদি ফুল হতাম
ফুটে থাকতাম
কাননে-কাননে, গাছে-গাছে
রঙে-রুপে-রসে সাজিয়ে দিতাম।
গন্ধ ছড়িয়ে আবেশে জড়াতাম
আঙিনার চারপাশ,
আকাশ-বাতাস দিক-দিগন্ত জুড়ে।
কিন্তু জন্মেছি আমিতো মানুষ হয়ে!
শৃঙ্খলের বেড়ী
বাঁধা আছে পায়ে,
জীবন আটকে গেছে
সীমাবদ্ধতার ছায়ে।
মোহসেনা নাসরিন
২৩/০৬/২০২১
আাদাবর, মোহাম্মদপুর
ঢাকা।
১ Comment
Nice; congratulations