মোশারফ হাই স্কুল এন্ড কলেজে ভিন্নমাত্রা প্রকাশনীর ২দিন ব্যাপি একক বইমেলার উদ্বোধন:
উত্তরার তুরাগ থানাধীন মোশারফ হাই স্কুল এন্ড কলেজ এ ভিন্নমাত্রা প্রকাশনীর একক বইমেলার উদ্বোধন করেন মোশারফ হাই স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা.মাহাথির মোহাম্মদ আসিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কবি ও গীতিকার আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। বইমেলার গুরুত্ব এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন কবি, শিশুসাহিত্যিক ছোটদের কাগজ টাপুরটুপুর এর সম্পাদক এবং ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ।
আরও বক্তব্য রাখেন, মোশারফ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নাসিমা মোশারফ, কবি ও শিশুসাহিত্যিক ও প্রজাপতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা, কথাসাহিত্যিক ও কবি রেজাউল করিম, কবি আব্দুল করিম সরকার প্রমুখ।
বইমেলায় ছাত্র-ছাত্রীদের মাঝে ভিন্নরকম এক উৎসবমূখর পরিবেশে শুভ উদ্বোধন অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।