১৩৯ বার পড়া হয়েছে
অস্তিত্ব রক্ষার জন্য
মোরশেদা আক্তার সীমা
জন্ম থেকেই চলছে বাঁচার লড়াই
যেন ধরণীরবুকে আমি অভিশাপ
অনাকাঙ্ক্ষিত অবলা আছে কি বড়াই
নীরবে চোখের জলে এ আত্মবিলাপ।
অস্তিত্ব সংকটে ভ্রুণ থেকেই লড়াই
যদি মেয়ে শিশু হয় ভয়েতে মা বাপ
জন্ম জন্মান্তরে নারী হয়ে কেঁদে যাই
অধিকার চাইলেও হয় যদি পাপ।
আঘাতের কান্না ভুলে তবু হেসে যাই
আমায় দিওনা আর মিথ্যে অভিশাপ
হেসে খেলে সবে মিলে পৃথিবী সাজাই
অহেতুক ভেবোনারে নারীরা খারাপ
অস্তিত্ব রক্ষার জন্য আপ্রাণ লড়াই
মুছে যাক পৃথিবীর যত মিথ্যা পাপ।
১ Comment
খুব ভাল লাগলো কথাগুলো।
অসাধারণ প্রতিটি কবিতার লাইন।আত্ম অস্তিত্বের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আর চুপ থাকা নয়।এভাবেই কলম চলতে থাকুক ।
অভিনন্দন নিরন্তর।